অজেয়

লেখক : অভীক সিংহ

রাত্রি যেথায় ধরিল ঘিরিয়া, অমানিশার কালো,
মনের মাঝারে প্রজ্বলিত বিজয়শিখার আলো ।

নীরবে সহিনু যাতনা যত বিশ্ব দিল মোরে,
আহত সত্তা সগর্বচিতে দাঁড়ায় উচ্চশিরে ।

দুঃখ-জ্বালার প্রহেলিকাঘেরা ভয়ের অন্ধকারা,
যুঝিয়া তাদের দলন করিনু, চিত্ত শঙ্কাহারা ।

কী বা সংকীর্ণতা, কী বা শাস্তি, রুখিবে কে মোরে আজ,
ভাগ্যরচনা স্বয়ংকল্প, শীর্ষে বিজয়তাজ ।

(এই কবিতাটি William Ernest Henley-এর রচিত Invictus কবিতাটির ভাবানুবাদ)


লেখক পরিচিতি : অভীক সিংহ
কবিতাটির লেখক ড: অভীক সিংহের জন্ম পশ্চিমবঙ্গে। পেশায় অর্থনীতির অধ্যাপক এবং গবেষক, যুক্ত আছেন লিভারপুল বিশ্ববিদ্যালয়ের সাথে, বর্তমান বাসস্থান চীন। তবে ভালবাসাটা আজও লেখালিখি, পেন্সিল স্কেচ, যন্ত্রসংগীত, এবং নিত্যনতুন রান্নাবান্নার সাথেই রয়ে গিয়েছে। প্রথম বই "R.E.CALL: এক Recollian-এর গল্প" প্রকাশিত হয় ২০১৪ সালে। দাদুর হাত ধরে কবিতা দিয়ে লেখালিখির সূত্রপাত হলেও এখন প্রবন্ধ এবং গল্পতেই মনোনিবেশ করেছেন।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন