লেখক : নারান মাহাত
শ্রাবণে ভাদরে আমি ভিজি কোথাও বন্যায়,
কোথাও বা অনাবৃষ্টিতে চোখের জল ফেলি।
নিরস্ত্র সৈনিকের ন্যায় লড়াই করে
যেটুকু ফসল ঘরে তুলি,
তা জলের দরে বেচে দিই।
বুঝি, সব বুঝি
এ যে ভারি অন্যায়।
হ্যাঁ জানি, তাও বেচে দিই,
আমার ফসল, আমার শ্রম – সব –
সব বেচি আমি উন্মুক্ত বাজারে।
এই জমি আর আমার গতরটাই
ফসল তোলে ফসল বেচে।
জমা হয় শহুরেদের জন্য
বাবুদের গোলাবাড়িতে ।
আমাদের জন্য রইলো কই?
রইলো না, রইলো না কিছুই।
শুধুই নিরাশ করেছে আমারে,
এই মাঠ ভরা ফসল, আমার আনমনা যৌবন
আমি সব হারায়, সব বেচি ধনীদের খামারে।
আমি অভুক্ত, আমি আজ দুর্বল,
যদি আধপেটা শরীরে কোনোদিন বল পাই
কাস্তেটা চালাবো ঐ শহরে।
লেখক পরিচিতি : নারান মাহাত
জন্ম - 19 জুন 1997 । পিতা শ্রীযুক্ত ধনঞ্জয় মাহাত, মাতা শ্রীমতী নিয়তি মাহাত। বাড়ি পুরুলিয়া জেলার তেঁতুলহিটি গ্রামে।