লেখক : ড. বিশ্বজিৎ বাউনা
আত্মহত্যার মতো রং লেগে আজ আকাশের গায়,
উদ্বায়ী শিশির থেকে খসে গেছে শীতঘুম স্বর।
আলোকিত নেশা নিয়ে গোপনে আহুতি চলকায়–
দাহ্য স্মৃতির শেষে জেগে ওঠে ফের আদমের ঘর।
লুক্কায়িত মৈথুন আজ নেমে আসে বোহেমিয়ান…
স্খলিত আপেল নিয়ে ডুবে যায় সময়ের ভ্রম।
তবু তোমাকে আরাধ্য ভাবি, তুমি সেই গৃহী ত্রাণ।
অনুদ্ধার ছায়া কেটে টাঙিয়ে রাখি আত্ম-উদ্যম।
যেন সেই পলাশযাপনের ঋতু, বাহ্য অস্থির।
টোকা লেগে ভেঙে যায় কুণ্ঠিত আলোর কারসাজি।
আলোচিত ঝরাপাতা জমিয়েছে কার্বনের ভিড়…
এসো হে, অভিমান ঘষে সব জ্বালিয়ে দিতে রাজি।
ক্রমে দহন আরোহী, মাথা জুড়ে নিজে নিবেদিত।
ভালোবাসা চিরদিন দেখি বিরহ বিলাসে প্রীত।
লেখক পরিচিতি : ড. বিশ্বজিৎ বাউনা
জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/সিলভার মেডেলিস্ট), বি. এড., পিএইচডি। পেশা: শিক্ষকতা। মূলত কবিতা লেখেন। উল্লেখযোগ্য প্রকাশিত বই: ডুলুং পাহাড়ে রহস্য, ঈশ্বরীকে হলুদ সনেট, আত্মক্ষরণের ফসিল, অক্ষরের কালকেতু, ধুনুরি তফাৎগুচ্ছ, লুণ্ঠন শেষের শূন্যতা, বেতাল রহস্য, বিরসা মুন্ডা: উলগুলানের সনেটগুচ্ছ, পীড়াপর্বে একলব্য ইত্যাদি। পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান','বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার' ও কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার।