জোড়া শব্দের গল্প

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

নিভু আলো পিটপিট,
মেজাজখানা খিটখিট!
গাছে ওঠা তরতর,
কানে বাজে ফরফর!
নদীতটে ঝিরঝির,
চোখ কাঁপে তিরতির!
মেঘ ডাকে গুড়গুড়,
কাঁচ ভেঙে চুরচুর!
লোকের ভীড় গমগম,
ভয়েতে গা ছমছম!
বুক করে ধুকধুক,
বউটি লাল টুকটুক।
খুশির হাসি খলখল,
বেঁঢপ ভুঁড়ি থলথল!
দেহখানা লিকলিক,
রেলগাড়ি ঝিকঝিক।
গিলে খাওয়া ঢক ঢক,
শীতে কাঁপা ঠক ঠক।
টেকো মাথা তেলতেল,
তাকিয়ে থাকা ফ্যালফ্যাল।
টেনে নেয়া হিড়হিড়,
কথা বলা বিড়বিড়।
কাসারি বাজে ঠংঠং,
ঘন্টাধ্বনিতে ঢংঢং!
পরিস্কার ঝকঝক,
কথা বেশি বকবক।
হাওয়া বহে শনশন,
থালা-বাটি ঝনঝন!
ঘড়ির কাঁটা টিকটিক,
সত্যকথা ঠিকঠিক।
কোকিল ডাকে কু-কু,
বালুকাবেলায় ধূ-ধূ!
রোদ করে খাঁ খাঁ,
বিদায়বেলায় টা-টা!

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন