লীনার হাত

লেখক : আলী ইব্রাহিম

লাল লাল কাকড়াগুলো ওই নাগরে বিমোহিত।
সাম্রাজ্যের উপদ্রবে অহেতুক ছুটি-বিনি-ওড়ে অবিরত।
মৃতকাক তবু রাজখুঁটি ধরে ধরে নক্ষত্র পাদুকায় পথ চলে।
আর কানামাছি সর্বভুক কপটতায় কেবলি দীর্ঘায়ু পায়।
লীনার হাত ধরার মতলব বুঝে গেছে কবি।
বুনো গোখরার বিষ ঢালা শেষে ক্ষিপ্র উট ভীষণ মতলবী।
আর চতুরতার প্রাপ্তি লুট করে এই উদ্যান বিরাট দার্শনিক।
এবং উষ্ণীব আলিঙ্গনে কবিকে কেবলি নিচে নামাতে চায়।
আর আমরাও ক্রমাগত হাঁটতে থাকি সচেতনতায়।
কবিও বুঝে গেছে লীনার ওই হাত কতটা ভয়ঙ্কর!

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum