শতায়ু অঙ্গন

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

প্রতিদিন নিয়ম করে,               জেগে উঠি খুব ভোরে,
দলবেঁধে হাঁটতে যাবার তাগিদে,
এক ঘন্টা হাঁটা শেষে,               চা দোকানে জনাদশে,
আড্ডা দিয়ে মিটাই যত খিদে।

চিনি ছাড়া চা খাই,                   সাথে বিস্কুট যা পাই,
বসি সেথা দুই টেবিল ঘিরে,
পেটে যত কথা জমা,              বলি শোন,করো ক্ষমা,
যেখানে যাই আসি ফিরে ফিরে!

শীত এলে মাংকি ক্যাপ,          ওলে বুনা হুডি গ্যাপ,
কারো গায়ে জম্পেশ জ্যাকেট,
আদা-লেবুর রঙ চা,                 যত পারিস তত খা,
সাথে দু’টান বেনসন সিগারেট!

খায় সবাই কুট-কুট,                 ফার্স্ট চয়েজ বিস্কুট,
সেই সাথে জমে খোশগল্প,
ধূমায়িত চা কাপে,                   আড্ডা কথার চাপে,
সময় ক্ষেপণ করি যে অল্প।

বের হয়ে হাঁটা শুরু,                ফার্মে বিদেশী গোরু,
দুধ কিনি প্লাস্টিক বোতলে,
বাড়ি যদি আগে পড়ে,             ফিরে যায় নিজ ঘরে,
এভাবেই আছি ক’জন ভূতলে!

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন