সুপ্ত বাসনা

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

হে কবি,দ্রুততম, সময় যাচ্ছে চলে
হারানো পথে
কুৎসিত মৌন,পাপ করেছে জমা,
কবি এখনও হারায়নি মহৎ সময়
তাই বিধাতার দরবারে
মাশুলে চাও যে ক্ষমা?
রাত দিন এক করে চেষ্টা যখন
করেই যাচ্ছো কবি,
সবুরের ফল ত আসবেই,
আজ আক্ষেপে আক্ষেপে দিনভর
চোখের জলে তুমি!
একদিন, সফলতার তরি পাল তুলিয়া
সুখের বিস্তৃত ঢেউয়ে
তোমার সাগরে ভাসবেই!
হয়তো সেই দিনটা, একদিন
সময়ের ব্যবধানে আসবেই।


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯২ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন