সুরবালা

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

সুরেশবাবু মরে গেলো
একা সুরবালা,
খবর পেয়ে ছুটে এলো
সুরেশবাবুর শালা।
বিষয় সম্পদ দখল নিল
দুয়ারে দিল তালা,
দিদি পেলো বাড়ির পাশে
টিনের একখান চালা।
একটা করে দিল তাকে
গ্লাস-বাটি-থালা।
আরো দিল স্বামীর দেয়া
একজোড়া বালা।
চাল গড়িয়ে জল পড়ে
বয়ে যায় নালা,
ভিজেমাটির বারান্দাতে
এক টুকরা ছালা।
এই নিয়েই পরম সুখে
আছেন সুরবালা,
আছে অল্প শুচিবায়ু
পড়শিদের জ্বালা।
কপাল জুড়ে তিলক আঁকা
গলায় তুলসীমালা।
ধর্মে মতি, ভজন-কীর্ত্তন
আর পুরাণ পালা।

লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসে যুগ্মপরিচালক হিসেবে কর্মরত। জন্ম-বাংলা 1374 সনের 20 কার্ত্তিক নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধারাম গ্রামে। শিক্ষাগত যোগ্যতা-এমবিএ(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং)।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।