একুশের চেতনা

লেখক : মো: আরিফুল হাসান রাহাত

কালো মাটির গন্ধ মেখে,
রক্তে রাঙা ভোরের সাজে,
ভাষার জন্য লড়াই গড়ি,
মায়ের মুখের বুলি ধরি।
ফাগুন এলেই শপথ করি
একুশ আমার মাটির ঘ্রাণ
নদীর বুকে ভাষার স্রোতে,
বুকের মাঝে আগুন- প্রাণ।
তোমার শব্দ, আমার ভাষা
আমার প্রাণের  প্রথম আশা,
এই মাটিতে গাছের ডালে
ফুটবে  বাংলা ভাষা।
শব্দ মুখে, মানুষ মরে,
স্মৃতির পাতায় আগুন ঝরে,
তবু রবে একুশ জাগ্রত,
ভাষার মানে শুদ্ধ-পবিত্র।
রক্ত দিয়ে কিনেছি যাকে,
ভুলবো নাকো,রাখবো তাকে,
একুশ শুধু স্মৃতির ছবি?
না!একুশ আমার প্রাণের ছবি।
যেই ছবিকে ভালোবাসি।
২১ফেব্রুয়ারির ভোর,
ঢাকার রাজপথ লাল,\
পুলিশের গুলি ছুটে যায়,
কেঁপে ওঠে বাংলার মাঠ -ঘাট।
রাত নামে, শহীদ মিনার গড়ে,
বাতাস বয়ে যায় শপথের সুরে,
বাংলা মায়ের সন্তান আমি,
রক্তের ঋণ শোধ না হলে
একুশ আসবে বারবার ফিরে।


লেখক পরিচিতি : মো: আরিফুল হাসান রাহাত
কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।