সববাংলায় এর সাহিত্য বিষয়ক বিশেষ উদ্যোগ “সববাংলায় লেখালিখি”। যদিও মণিপুর থেকে প্যালেস্টাইন সর্বত্রই যুদ্ধের আবহ তবুও উৎসব আসে। দৈনন্দিন জীবনযাপন – সেও তো এক যুদ্ধ! সেই সমস্ত রকম যুদ্ধ আমাদেরকে লড়ে যেতে হবে, আর সেই যুদ্ধ জয়ের জন্য কিছুটা রসদ জোগাতেই আসে উৎসব – এই ক’দিন সব ভুলে কিছু রসদ সংগ্রহ করে নিয়েই আবার নেমে পড়তে হবে যে যার যুদ্ধে। সেই রসদের ভাঁড়ার পূরণ করতেই এই বিশেষ ওয়েবজিন সংখ্যা। আপনাদের সকলের জীবন আনন্দময় কাটুক, আশা করব এই আনন্দের দিনগুলিতে এই বিশেষ সংখ্যাটি আপনাদের বাড়তি খুশি এনে দেবে।
ওয়েবজিন প্রকাশের সময়কাল:
জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – দুর্গাপুজোর কাছাকাছি সময়ে
শীত সংখ্যা – ইংরাজি নববর্ষের কাছাকাছি সময়ে
নববর্ষ সংখ্যা – পয়লা বৈশাখ
আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভাল লাগছে। এবার আপনাদের পালা, ওয়েবজিন পড়ে বিস্তারিত মতামত কমেন্ট করে জানাবেন।
ওয়েবজিনটি পড়তে নিচের ছবিতে অর্থাৎ প্রচ্ছদে ক্লিক করুন –
বি.দ্র. সবকটি সংখ্যা একত্রে পাবেন এই লিঙ্কে – https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
রতন চক্রবর্তীর লেখাটি বেশ ভালো। যাত্রা একটি অত্যন্ত জনপ্রিয় এবং জীবন্ত মাধ্যম। এখানে কত বড়, বড় অভিনেতারা ছিলেন। কত উন্নত মানের যাত্রা আমরা দেখেছি। তাই লেখা টি সেদিক দিয়ে নস্টালজিক।
পত্রিকাটাও বেশ ভালো মানের।