আর কয়েকদিনের মধ্যেই আমরা স্বাগত জানাতে চলেছি নববর্ষ ১৪৩২ সনকে। বারো মাসে তেরো পাবণের এই দেশে বছরের প্রথম উৎসব এই নববর্ষ পালন। সেই উপলক্ষ্যে প্রকাশিত হয় আমাদের নববর্ষ সংখ্যা। যতই নতুন বছর, নতুন দিন বলে আমরা উল্লাস করি না কেন, আমাদের শিকড় সবসময়ই অতীত আঁকড়ে থাকে – যেকোন নতুন নির্মাণ হয় পুরনোর ভিতের উপর।
আমাদের এই নববর্ষ সংখ্যাও তার ব্যতিক্রম নয়। এই সংখ্যা গত তিনমাসে আমাদের সাইটে প্রকাশিত লেখাগুলোর মধ্যেই বাছাই করা লেখা নিয়ে সংকলিত হয়েছে। সযত্নে সংকলিত এই ওয়েবজিন যতই সেজে উঠুক পুরনো লেখায়, আমরা বিশ্বাস রাখি এই নববিন্যাস আপনাদের ভাল লাগবে।
এই সংখ্যায় আরও একটি আকর্ষণ “দীপায়ন – ১” পুরস্কার ঘোষণা। প্রবন্ধ, গল্প ও কবিতা এই তিন বিভাগে পূর্বঘোষিত নিয়মাবলীর উপর ভিত্তি করে পুরস্কার প্রাপকদের নাম ও লেখা প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। পুরস্কার ঘোষণার অপেক্ষায় ছিলেন অনেকেই, তার অবসান হল আজ। ভবিষ্যতেও দীপায়ন পুরস্কার দেওয়া হবে – তার নিয়ম-পদ্ধতি ইত্যাদি জানার জন্য সাইটে চোখ রাখতে হবে। আর তাছাড়াও সাইটে নিয়মিত লেখা জমা দিন, সাইটে প্রকাশিত হওয়ার পাশাপাশি থাকবে আগামী ওয়েবজিনের সংকলনে স্থান পাওয়ার সুযোগ।
সকলকে নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন।
নিচের ছোট্ট ছবিটি ক্লিক করে এই সংখ্যাটি পড়ুন আর কমেন্ট করে জানান কেমন লাগল।
ওয়েবজিনের লেখা জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা
এখন ওয়েবজিনের জন্য আলাদা করে কোন লেখা নেওয়া হচ্ছে না। ওয়েবজিনে শুধুমাত্র লেখালিখি সাইটে এই সংখ্যা প্রকাশের পর থেকে পরবর্তী ওয়েবজিন প্রকাশের আগের দিন পর্যন্ত প্রকাশিত লেখাগুলির মধ্যে সম্পাদকমন্ডলী মনোনীত লেখাগুলিই স্থান পাবে। অর্থাৎ পরবর্তী ওয়েবজিন হতে চলেছে লেখালিখি সাইটে প্রকাশিত লেখাগুলির মধ্যে বাছাই করা লেখার আকর্ষণীয় সংকলন।
লেখা জমা দেওয়ার পদ্ধতি ও নিয়মাবলীর জন্য এখানে ক্লিক করুন।
পরবর্তী ওয়েবজিনে আপনার লেখাকে দেখতে হলে আপনার সেরা অপ্রকাশিত লেখাগুলি যত শীঘ্র সম্ভব জমা দিন কারণ লেখা জমা দেওয়ার পর আপনার লেখা প্রকাশিত হতে সর্বাধিক ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ওয়েবজিন প্রকাশের সময়কাল:
জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – মহালয়ার দিন
শীত সংখ্যা – ১ জানুয়ারি
নববর্ষ সংখ্যা – ১ এপ্রিল
বি.দ্র. পুরনো সংখ্যাগুলি একত্রে পাবেন এই লিঙ্কে – https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
আমি লেখাগুলো tap করেও কোনোভাবে হরফের আকার বড় করতে পারলাম না। তাই এবারেও ওয়েব জিন আমার চোখে অধরা থেকে গেল। আমি এর সাহিত্য রস আস্বাদনে বঞ্চিত থেকে
গেলাম ।
ছোট লেখা পড়তে অসুবিধে হলে, ওয়েবজিনটি খোলার পর নিচে + চিহ্ন দিয়ে লেখাটা বড় করে পড়া সম্ভব।