বৃত্ত

কবি: শ্রীজা দত্ত

মুখোমুখি দাঁড়িয়ে দু’জন,
এক আকাশেই পথ হাঁটি!
পাথর ভাঙ্গার শব্দ শোনায়-
গভীর রাতের কান্নাকাটি।

ওপার থেকে নৌকো আসে,
সরলরেখাই মাপে কোন!
অন্ধকারের ঢেউয়ের মতো-
খুঁজতে থাকে অস্থির মন।

দেখা হবে আবার যেদিন,
সময় করে দাঁড়িয়ে থেকো!
আমার মতো কেউ কি আছে?
নদীর যেমন দোয়েল-সাঁকো।

সন্ধ্যা নামুক নিরূদ্দেশে,
যেমন থাকে গ্রামের চিত্র!
আমার গল্পও তাদের মতোই –
একটা সরলরেখা, অপরটি বৃত্ত।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: শ্রীজা দত্ত
জন্ম হুগলী জেলায়, বড়ো হয়ে ওঠা রানাঘাটে। সাহিত্যে স্নাতক। বর্তমানে সাহিত্য নিয়ে মাস্টার্স করছি। এছাড়াও গান করা শখের বিষয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন