স্বাধীনতার মানে

কবি: ঋক ঋকমন্ত্র

আমার কাছে স্বাধীনতার মানে?
যারা চেনে নেতাজিকে
তারা সবাই জানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
আজও মুজিব রয়েছে মনে
বাংলা ভাষার টানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
সুন্দর হোক এই পৃথিবী
কবিগুরুর গানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
লক্ষ মাইল ছুটে যাওয়া
পাহাড় দেখার টানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
সকল নারী এই পৃথিবীর
বাঁচুক সম্মানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
খিদে মিটুক সকল শিশুর
শাসক শুনুক কানে…

আমার কাছে স্বাধীনতার মানে?
ধর্ম যেন দুনিয়া জুড়ে
শান্তি ডেকে আনে…

আমার কাছে স্বাধীনতার মানে,
স্বাধীন ভাবে বলতে পারা
স্বাধীনতার মানে…


ছবি: কুন্তল


লেখকের কথা: ঋক ঋকমন্ত্র
ঋক ঋকমন্ত্র একজন চিত্রনাট্যকার ও সংলাপ লেখক। চিত্রনাট্য রচনার পাশাপাশি তিনি নিয়মিত গল্প-কবিতা ইত্যাদি লেখালিখি করেন।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন