কবি: আবদুস সালাম
স্বাধীনতা ডানা মেলে ওড়ে
পাড়ায় পাড়ায় ঘুরে তুলে আনি স্বপ্ন-
ক্যাসেটে বাজে বীরসেনানীর গৌরব-গাথা
মঞ্চে মঞ্চে কথার ফুলঝুরি ছোটে বুনে দিই রূপকথা
ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা ওড়ে
হাঁড়িয়া আর চুল্লুর বোতল ঢুকে পাড়ার অন্দরে। কাপড় খুলে যায়
সান্ধ্যভূত পাড়াতে নামলে
তাজা রক্ত, মাংসের গোঙানি উঠে আসে
আদিবাসী পাড়ায় স্বাধীনতার উনুনে সিদ্দ হয় বিপন্ন হাহাকার
স্বাধীনতার পড়ন্ত রোদে আঁকি পরিত্রাণ
অসহিষ্ণুতার স্কুলে শিখি ভেক ধর্মের নবীনগাথা
ভনভনে মাছিরা আগলায় স্বাধীনতার কফ্ আর থুতু।
ছবি: কুন্তল
লেখকের কথা: আবদুস সালাম
মূলত ৯০দশকের কবি ! প্রকাশিত কাব্যগ্রন্থ – নিস্তব্ধতা এসে কথা কয় (২০১৭, কৃষ্ণসীস প্রকাশনা দুর্গাপুর), হলুদ পাতার মতো মৃত্যু ঝরে (২০১৮, দৌড় প্রকাশনা হৃদয়পুর, বারাশত), অলীক রঙের বিশ্বাস (২০২০, চক্রবর্তী প্রকাশনা কলকাতা), যৌথ কাব্যগ্রন্থ মেঘের রঙ শীত (২০১৯, ২০২০ মহুয়া প্রকাশনা কলকাতা)।
পূষন পত্রিকার তরফে পুরস্কার (নিস্তব্ধতা এসে কথা কয়) কাব্যগ্রন্থের জন্য সম্মাননা এছাড়া অনেক জায়গায় সংবর্ধনা ও সম্মাননা জড়ো হচ্ছে ঝুলিতে!
বহু পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়।
কবি আব্দুস শতাব্দীর এক সম্ভাময় কবি। তার কবিতায় অলংকার এর ব্যবহার ক্ষয়িষ্ণু সভ্যতার নগ্নতার দিকে অঙ্গুলি নির্দেশ করে থাকে।