স্বাবলম্বী

কবি: সন্দীপন ভট্টাচার্য্য

‘স্বাধীনতা’ ইভেন্টে দ্বিতীয় পুরষ্কার প্রাপ্ত কবিতা

আমরা স্বাধীন কিন্তু পর্যাপ্ত ধ্যান – ধারণাহীন।
মধ্যবিত্তরা অসহায়; তবে কোনক্রমে কাটাচ্ছে দিন।
বাংলা সাহিত্যচর্চায় আজ আধুনিকতার আমদানি
সামাজিক প্রথা অনুযায়ী
কেউ বুনছে তাঁত আবার কেউ পরছে জামদানি।
প্রত্যহ খবরের কাগজে দেখা যায়
মৃতের সংখ্যার অনুপাত
দানবের মতো মাথাচাড়া দিয়ে উঠছে মহামারী
যা মানছে না কারও জাত।
সমাজের দিকে দিকে অন্যায় – অবিচারের স্পর্ধা সীমাহীন
আমরা স্বাধীন; আমরা চেতনাহীন।
মানুষের মনে আজ স্বাস্থ্যহীন, আশা বিবর্তিত দিন যাপনের গ্লানি
একবিংশ শতাব্দীর শেষে সাম্প্রদায়িক বিভেদ – বুদ্ধির হবে পোষ মানামানি।
স্বাধীনতার অর্থ যদি হয় জ্ঞান
স্বাব লম্ব ন ই মানবিকতার সাফল্যের সোপান।


ছবি: কুন্তল


লেখকের কথা: সন্দীপন ভট্টাচার্য্য
নাম সন্দীপন ভট্টাচার্য্য। বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইতিহাসে এম.এ করছি। আমার কাছে কবিতা মানে অল্প শব্দে অনেক কিছু বলা।

67 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    দারুন লেখা বর্তমান যুগে এরকম বাস্তব তুলে ধরার মতো লেখা পরে মনটা ভালো হয়ে গেলো

    • Debasree Chakraborty

      Sotti amra nijeder sadhin bole porochoi dileo amra aggotar jal e bondhi…amra ajo bondhi samaj er jal e..j din sei jal bhenge berote parbo sei din amra pokrito sadhin…r ei chintar suru tui korli .Tor kobita thekei aggotar jal katar Rasta toiri hok..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন