বেদনা

কবি: সমীর ঘোষ


গতকাল ছিল ফুলে ভরা গাছ
আজিকে জরাজীর্ণ
শতছিন্ন দেহ নিয়ে ওই
দন্ডায়ওমান বৃক্ষ।

আমফান তার কেড়ে নিয়ে গেছে
সাজানো ফুলের ডালি
কঙ্কালসার দেহ টুকু নিয়ে
আসার নিরিখে বাঁচি।

কতোই আঘাত সহেছে না জানি
হু হু শব্দ বানে
উল্টো পাল্টা ঝড়ের ভ্রূকুটি
সহেছে মাটিকে আঁকড়ে।

প্রলয়ের মুখে মানুষ বাঁচাতে
হাজারও সতর্কতা
গাছকে বাঁচাতে গাছের হয়ে
কেও বলেনি একটি কথা।

মরনে ভয় পাই তো সবাই
কেউ কেঁদে কই মেরোনা
কেউ বা দাঁড়িয়ে গাছের মতো
নিরবে সহে বেদনা।


লেখকের কথা- সমীর ঘোষ
জন্ম বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম বৈতল। স্কুলের পাঠ গ্রামেই। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি সূত্রে কলকাতার স্থায়ী বাসিন্দা। আপন মনে কিছু লেখা আর প্রকৃতিকে অন্তর থেকে অনুভব করা আমার শখ।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন