লেখক : দেবরথ বন্দ্যোপাধ্যায়
হারিয়ে তুমি সত্যি গেলে, সরিয়ে দিলে দূরে
ভেবেছিলাম ডাকলে তোমায়, আসবে আমার কাছে
আপন ভেবে বলেছিলাম, অনেকগুলো কথা
সেই দুখানি ই সত্যি হল, মিথ্যে বন্ধুত্ব টা
অজস্র বন্ধুত্বের মাঝে, আজ হয়ত আমি ফিকে
তবু কেন আমি চেয়ে থাকি, শুধুই তোমার দিকে
অতীতের স্মৃতিরা যখন, ভিড় করে আসে চোখে
কি করে বোঝাই তাদের এসব ই মিথ্যে,পালা যেকোন দিকে
বাস্তবতা ঘেরা টোপে ভালবাসার নেই কোন দাম
বাস্তবতার টুটি টিপে চলো কর্পোরেট ধাম
তবুও এসবের মাঝে, একটা স্মৃতি রয়ে যায়
প্রথম ভালবাসা কি, এত সহজে ভোলা যায়?
লেখক পরিচিতি : দেবরথ বন্দ্যোপাধ্যায়
উত্তর কলিকাতার বাগবাজারে বড় হয়ে ওঠা। কর্মসূত্রে আমেরিকার একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার সাথে যুক্ত।কবিতা ও ডিটেকটিভ উপন্যাস পড়তে ভালবাসেন।সুযোগ পেলে চেষ্টা করেন কলম ধরতে. এসবের পাশাপাশি গীটার বাজানো, ভ্রমন ও ফটোগ্রাফির মধ্যে দিয়ে মনের রসদ জুগিয়ে নেন।