লেখক: মিত্রা হাজরা
শুনছি নাকি আজ কবিতা দিবস!
চলো মন ময়ূরপঙ্খী নাও এ ভেসে
শুক্লা পঞ্চমীর রাতে কবিতা পড়বো আজ।
তুমি দেবে সাত সাগরের ভাষা
আমি দেব সপ্তনদীর সুর।
হৃদয় টাকে ইচ্ছে হলে
খোলা আকাশে ঘুড়ির মত,
উড়িয়ে দিতে পারো।
চোখে চোখ রেখে,
নির্নিমেষ স্বপ্ন দেখতে পারো।
দ্বন্দ্ব বিভেদ, ছন্দপতন, সব থাক আজ তোলা
স্বপ্নের ভালোবাসায়
শুধু থাক কবিতা যাপন ।
থাক পড়ে যত স্মৃতির কচুরিপানা
রক্তিম হৃদয়ে গোলাপ হয়ে
ফুটে থাক, কবিতা, শুধু কবিতা আজ।
লেখকের কথা: মিত্রা হাজরা
আমি মিত্রা, লেখালেখি করতে ভালোবাসি, কবিতা, ছোটগল্প লিখি মাঝে মাঝে। বই পড়তে ও গান শুনতে ভালোবাসি। পড়ি শংকর এর লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প আমার খুব প্রিয়। জীবনানন্দ দাশ, রুদ্রমুহম্মদ শহিদুল্লা, সুনীল, বিষ্ণু দে এর কবিতা পড়তে ভালোবাসি। আমার লেখা পড়ে আপনাদের ভালো লাগলে বা খারাপ লাগলে অবশ্যই জানাবেন।
বাঃ—
ভালো লাগলো