লেখক : সমীর রঞ্জন ঘোষ
ঝম ঝম করে নামুক বৃষ্টি
ভাইরাস হোক ধ্বংস
ধুয়ে মুছে সব বয়ে চলে যাক
দূরে বহুদূরে-
যেথা নাই মানুষের বংশ |
জ্যৈষ্ঠের রোদ উঠুক সতেজে
দেখাক নিজের অহংকার
গনগনে আঁচে পুড়িয়ে মারুক
ধ্বংস করুক –
কোভিড নামের এই ভাইরাস |
কালবৈশাখী আসুক সবেগে
ছিন্ন করুক কোভিড চেন
উড়িয়ে নিয়ে সেথায় ফেলুক
মরুর দেশে –
যেথা মানুষ কুলের নেইকো লেশ |
প্রকৃতি তুমি প্রকট হও
রক্ষা কর সৃষ্টি
মনুষ্য কুল ধ্বংস করোনা
জীবন নিও না —
এইটুকু মোর মিনতি ||
লেখক পরিচিতি : সমীর রঞ্জন ঘোষ
হঠাৎ হঠাৎ কিছু ভাবনা কবিতা হয়ে প্রকাশ পায়
Khub bhalo laglo. Sabalil lekha.
Bhalo o shamayupojogi