লেখক : সুরজিৎ সামন্ত
ওপার জুড়ে সন্ধ্যা নামার বিরাট আয়োজন
বাউলীয় চুম্বনে রক্তিম তার উল্লাস
এপারে আমি বহুজন্ম সাঁতার দিয়ে,
দিগন্ত মাঠ পেরিয়ে,
অপেক্ষা করছি মধ্যরাতের।
যখন মরমি কচুপাতাও শুনবে শিশিরের গান,
দিনমনির ক্লান্ত পরশে তরণীবক্ষে পশরা সাজিয়ে বসবে মোহময় শিথিলতা।
আমিও খুঁজবো আগলানোর অবসর,
পরাজিত হবো আর্বতনের কাছে।
জোৎস্নার হাঁফ ছেড়ে বাঁচবে চাঁদ,
তারপর তলিয়ে যাবো উভচর বাঁকে।
লেখক পরিচিতি : সুরজিৎ সামন্ত
নাম-সুরজিৎ সামন্ত।নিবাস-মেছেদা,পুর্ব মেদিনীপুর।ইংরেজী সাহিত্যের ছাত্র। নেশা- তথ্য সংগ্রহ এবং কবিতা লেখা। চলমান সময়ের বিভিন্ন অনুভুতিকে শব্দের নাগপাশে বন্দী করাই করাই আমার কবিতা লেখার অনুপ্রেরণা।
Darun hoacha
Darun hoyeche