লেখক : আসহাবে কাহাফ
আগস্ট মানেই রক্তের দাগ
রক্ত মাখা জামা
আগস্ট মানেই জাতির জনক
বঙ্গবন্ধুনামা
আগস্ট মানেই ধানমন্ডির
বত্রিশ নাম্বার বাড়ি
আগস্ট মানেই রক্তিম মেঝে
তাজা লাশের সারি
আগস্ট মানেই ভাই হারানো
বোনের আর্তনাদ
আগস্ট মানেই পিতৃহারা
মেয়ের মাথায় হাত
আগস্ট মানেই স্বজন ছাড়া
দুই জোড়া লাল চোখ
আগস্ট মানেই দুঃখ গাথা
পুরো জাতির শোক
আগস্ট এলেই বুকের ভেতর
ব্যথা ওঠে নড়ে
আগস্ট এলেই বঙ্গবন্ধু
বেশি মনে পড়ে।
লেখক পরিচিতি : আসহাবে কাহাফ
আসহাবে কাহাফ কবির ছদ্মনাম। তিনি একজন কবি ও প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করেন। তিনি ১৪এপ্রিল ১৯৯২ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ।