লেখক : আলী ইব্রাহিম
আজ আর তোমার অনুগ্রহ চাই না
কোনো সুপারিশ চাই না
তোমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণও চাই না।
একেবারে মহাশূন্যে প্রস্থান। ভালো থেকো।
কিন্তু আমার সবকিছু না চাইতেও দিয়েছিলাম
তোমার কিছু না থাকা সত্বেও ভালোবেসেছিলাম।
এই বৃক্ষ। এই জল। এই বাগান সাক্ষী।
যা দিয়েছি তা আর ফেরত চাই না।
কিছু বিশ্বাস আর কিছু স্বপ্ন বিচলিত
সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষায় সূর্য অস্ত যায়।
তুমি ভালো থেকো। ভালো থেকো।
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।
বিরহও যেন এক বিশ্বাসেরই নামান্তর। এই কবিতা সেই কথাই মনে পড়াল…ভালো হয়েছে লেখাটি।
ঠিক তাই। ধন্যবাদ…
ভালো লিখেছেন।
ধন্যবাদ। ভালো থাকবেন…