লেখক : সৌরভ প্রধান
ফিরিলাম রিক্ত হস্তে
আসিলাম আশাহীন,
আশারত মন বিফলে
যাইবে ভাবিনি কোনোদিন।
ভাবিতাম আমি
আছে মোর স্বামী,
পড়িল যখন জল
রইল না অভীবল।
মোর পিতা সহ মাতা
রয়েছে উপোস ঘরে,
ক্ষুদার জ্বালায় মরিছে হিয়া
অপমানে ভরিছে চিত্ত,
খুঁজিয়া কর্ম গিয়া।
এ ঘর ও ঘর
অফিস কাছারি ঘুরিয়া,
আশা নাহি সফল
হইল বিফল,
ফিরিলাম রিক্ত হস্তে।
লেখক পরিচিতি : সৌরভ প্রধান
বাড়ি:-মেদিনীপুর, পশ্চিমবঙ্গ জন্ম:- 15/8/1997