কবুল করে নাও

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

স্বপ্নে আসে ময়ূরপঙ্খী
আমি চড়ি গো তাতে
কত উড়ি,মেঘের দেশে
বৃষ্টি ধরি গো হাতে।
স্বপ্নে আসে সাদা বোরাখ
আমায় নিয়ে উড়ে,
আসমান আমার পাল্কী
দাঁড়িয়ে আছে দূরে।
সাত আসমানের উল্কা
ছুটে আসে সহস্র,
মেঘের ফাঁকে কোটি তারা
নক্ষত্র ও অজস্র।
সৃষ্টিকুলে স্রষ্টার সৃষ্টি
কভু হবেনা শেষ,
শোকর করি,শুকরিয়া
প্রভু তোমার দেশ।
তোমার মহিমা, স্বর্গীয়
কবুল করে নাও,
স্বপ্নগুলোও সত্যি করে
আমায় দিয়ে দাও।


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯২ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন