তবুও ভালোবাসি

লেখক : দীপঙ্কর সাহা (দীপ)

তবুও ভালোবাসি তবুও ভালোবাসি
যদিও বা কাছে না যেতে পারি
কিংবা ছুঁতেও না পারি
তবুও ভালোবাসি ।।

যদিও ধরা না দেই
মনের কথা নাই বা বলি।
তবুও ভালোবাসি তবুও ভালোবাসি।।
যদি অন্য কাউকে ভালোবাসো
আর আমায় অবজ্ঞা করো।।
যদি আমায় দুঃখ দিয়ে তুমি সুখ পাও
তবুও ভালোবাসি তবুও ভালোবাসি।।
যদি ফাগুন বাতাস পেয়ে
শীতের ঝরাপাতাদের ভুলে যাও।
যদি শরতের আনন্দে
হৈমন্তীকার নদীকূল মুছে দাও
তবুও ভালোবাসি তবুও ভালোবাসি।।


লেখক পরিচিতি : দীপঙ্কর সাহা (দীপ)
২০০০ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর বাংলা ২৫শে অগ্রহায়ণ ১৪০৭ ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে জন্মগ্রহণ। পিতা শ্রীমান দিলীপ সাহা, মাতা শ্রীমতি শান্তা সাহা, ভ্রাতা শ্রীমান ত্রিদ্বীপ ভৌমিক। ডাক নাম দীপ ছদ্মনাম দীপশেখর।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum