লেখক : আলী ইব্রাহিম
মুখে বিষ ঢেলে কবিও একদিন ছবি হতে চেয়েছিল।
এক কাকের মৃত্যুতে অসংখ্য কাকের সমবেদনা কি বিস্ময়ের!
এবং ঘরে মৌলিক স্বরে সংঘাত। শিল্প হন্তারক রাজকোকিল।
আজ পাখিরা আলো চায়। ছায়া চায়। আর আধিপত্য চায়।
অথচ সৌখিন কবি মুখিয়ে আছে বাউর- ভৈরব- বৈরাগে।
প্রসাধনিক রাষ্ট্র যতটা পারে নগ্ন নয়! নর্তকী হয়!
কবি তো তাদের মতো উপুড় হতে পারে না।
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।