দ্বন্দ্ব

লেখক : পূর্বালী দে

ঘুমের ভিতর আর এক ঘুম
তন্দ্রা চেয়ে থাকে,
যোদ্ধা চোখে শুকনো পলি,
জলের প্রবাহ বাঁকে।

দীর্ঘ বিরোধ নিষ্পত্তি হোক
ক্ষয়ীভূত চারিপাশে,
জটিল ধাঁধার উত্তর জেনে
সহজিয়া পরিহাসে।

অন্ধ করা বিবেক হেরে,
বসে থাকে ধর্মান্ধ
একতারাও বেঁধেছে তাই,
নির্গুণ কোন দ্বন্দ্ব।


লেখক পরিচিতি : পূর্বালী দে
লিখতে ভালবাসি, পরিচিতি চাই না , বেশি করে পাঠক চাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন