লেখক : মো: মেরাজুল ইসলাম
বড় ভাই মানে স্বপ্ন টানে
লক্ষ্য ছুয়ে ধরা,
বড় ভাই মানে ফাঁকা জায়গা
খুঁজে ভরাট করা ।
বড় ভাই মানে ইচ্ছে পূরণ
হবে যতো হবার,
বড় ভাই মানে তাকে ঘিরেই
প্রাপ্তি যতো আবদার ।
বড় ভাই মানে বাবার মতোই
কাছেপিঠে থাকা,
বড় ভাই মানে শাসন-বারণ
আদরে আগলে রাখা ।
বড় ভাই মানে দুঃখ সুখের
সঙ্গী হয়ে চলা,
বড় ভাই মানে বন্ধুসুলভ
মনের কথা বলা ।
বড় ভাই মানে তার কাছে
শিক্ষা যত সব,
বড় ভাই মানে আদবের পাঠশালা
আমার যত কলরব ।
বড় ভাই মানে শখ যত তার
ছুড়ে ফেলে দেয়া,
বড় ভাই মানে নিজের জীবন
সবটুকু বিলিয়ে দেয়া ।
বড় ভাই মানে একটি ঘরের
খুটি হয়ে থাকা,
তাকে বিহীন ঘর নড়বড়
লাগবে ভীষণ ফাঁকা ।
বড় ভাই মানে অতুল নিয়ামত
মহান প্রভুর দান,
যার নেই সে বুঝবে কি বলো
কেমন তাহার মান ।
লেখক পরিচিতি : মো: মেরাজুল ইসলাম
আমি মো: মেরাজুল ইসলাম । জন্ম ৮ নভেম্বর ২০০৫ । আমি একজন হাফেজ । পিতা আইয়ুব আলী । তিনি একজন ব্যবসায়ী । মাতা মায়া খাতুন । তিনি একজন গৃহিণী । আমার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ২নং ভুনবীর ইউনিয়নের বাদেআলিসা গ্রামের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান । আমি বর্তমানে আলিয়া মাদরাসায় দশম শ্রেণিতে পড়ছি । আমার লেখালেখি শুরু নবম শ্রেণি থেকেই । আমি কবিতা লিখতে খুব পছন্দ করি । এবং অন্যান্য লেখা লিখতেও চেষ্টা করি । আমি বই পড়তে খুব ভালোবাসি ।আমি প্রকৃতি সম্পর্কে জানতে এবং রহস্য জানতে খুব ভালো লাগে ।