লেখক : কায়সার আহমদ চৌধুরী
তুমি আমার ভোরের প্রথম শিশির বিন্দু,
জনম জনম ধরে ভালবাসার সিন্ধু।
চোখের চাওয়াতে ভোরের প্রথম হাওয়া,বাস্তবে রূপ পাওয়া হোক আমার তোমার সব চাওয়া।
হাতে হাতে রেখে চলব শীতের কোনো এক বিকালে,
শিশির ভেজা সন্ধ্যার সবুজ ঘাসে হাঁটব থাকি যত কালে।
হাতের ওপর দিয়ে দিয়ে হাত বলব রয়ে যাব তোমারি,
থাকবে কি তুমি শেষ নিঃশ্বাস অবধি সাথে আমারি?
কোনো এক চাঁদ মাখা রাতের একটি ক্ষণে,
রাতটিভর দেখব চাঁদটি চেয়ে আনমনে।
দেখতে দেখতে ঐ চাঁদ,
কেটে যাবে ঐ রাত!
ভোর হলে নেমে আসবে গাছেরি গায়ে কুয়াশা তোমারি মুখে,
মুছে দিব আমি হাতটি দিয়ে তোমারি মুখে আলতো করে এঁকে।
চেয়ে থাকবে তুমি তোমারি সেই মায়াবী চোখে,
ফুটে উঠবে হাসি তোমারি ঠোঁটের বাঁকে।
বাস্তবতার ডাকে ফিরলাম আমি পেছন দিকে ঘুরে,
নিয়ে যাচ্ছে তোমাকে লাশবাহী ঐ ভ্যানটি করে।
লেখক পরিচিতি : কায়সার আহমদ চৌধুরী
কায়সার আহমদ চৌধুরী, জন্ম রাউজান চট্টগ্রামে। জন্মসাল ১৯৯৯.