খেয়ালী

লেখক : রামকৃষ্ণ জানা

খেয়ালী, একলা চলেছো আনমনে
খোলা পায়ে নির্জন অরণ্যে
তোমার আঁচল এলোমেলো
ধুলায় লুটায় পথে;
এগিয়ে চলেছো তুমি
খোলা চুলে,
কে জানে কোন খেয়ালে–
পথ বয়ে চলে তোমার সাথে-
আকাশ একাই সাক্ষী;
পাতা-র ঝরে যাওয়ার শব্দ
নির্জনে একাকী।
তুমি নিজেতে আর নেই–
ভেসে গেছে মন খেয়ালে
পথ গিয়ে মেসে বালুচর–
নদীর কিনারে;
সেখানে আছে মৃদু মন্দ বাতাস
উড়ছে তোমার এলকেশী
তুমি তখন রয়েছো মগ্ন;
দূর দিগন্তের খেয়ালে-
খোলা পায়ে একটু একটু
ছুঁয়ে যায় জলের স্রোত
স্পর্শ তোমার ধন্য করে,
নদীর কিনারা
সব টুকু ভালোবাসার
বয়েচলা স্রোত ধারা।


লেখক পরিচিতি : রামকৃষ্ণ জানা
বাংলা ভালো লাগে আর জবন জুড়ে জীবনানন্দ প্রেম বাস্তবতার উপকাহিনী রঙিন ধূসর জীবন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন