নারীর স্বাধীনতা ও সুরক্ষা

লেখক : আব্দুল নসিব

কিসের স্বাধীন দেশ এই আমার
যেখানে নেই নারীর সম্মান ,
কিসের স্বাধীন দেশ এই আমার
যেখানে হচ্ছে নারীর অপমান ।।

সেই স্বাধীনতা চাই না আমরা
যেখানে অপরাধীর শাস্তি নাই ,
সেই স্বাধীনতা চাই না আমরা
যেখানে নারীর সুরক্ষা নাই ।।

নারীর স্বাধীনতা , নারীর সুরক্ষা
দেশ জুড়ে হোক ব্যবস্থা ,
সেই দেশের অসহায় নাগরিক আমরা
যেখানে নামমাত্র স্বাধীন অবস্থা।।

নির্যাতনের শিকার হলো
প্রাণ রক্ষার জন্য করলো লড়াই ,
সুরক্ষা চাই , স্বাধীনতা চাই ,
যেন কোনো নারী
আর না হয় অসহায় ।।


লেখক পরিচিতি : আব্দুল নসিব
Medical student of Malda medical College and hospital

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন