লেখক : সৌগত ঘোষ
যত্নে একটা আংটি তৈরি করে ছিলাম।
তাতে খোদাই লুকোনো স্বীকৃতি।
হঠাৎ একদিন বৃষ্টির রাতে সেই যে হারালো,
তাহা আর ফিরিয়া পেলাম না…..
যে চোর চুরি করেছে,সে কি খুব শান্তিতে আছে ?
সে কি নিশ্চিন্তে ঘুমোতে পারছে রাতে ?
পাচ্ছে ঠান্ডা জলে স্নান করে আরাম ?
দরজা ধাক্কার আওয়াজে ভয় পাচ্ছে না তো ?
ভয় পাওয়া বৃথা, আমি তো আর কেউকে নালিশ করিনি…
এই অভিযোগ পুলিশ লিখবে না খাতায়।
আংটির রসিদটা উধাও হয়েছে চুরির আগে।
যত্নের জিনিস বোধহয় এই ভাবে হারায়…
তবে চোর কি জানে, এটা আমার যত্নের জিনিস?
জানলে কি সে চুরি করত না….?
লেখক পরিচিতি : সৌগত ঘোষ
আমি একজন নবীন লেখক