লেখক : ওমর ফারুক
বাড়ির পাশেই ছিল
পুরাতন এক রেলস্টেশন।
সেখানেই ছিল ভুতেদের খেলা-বেলা;
আমি গিয়ে জিজ্ঞেস করি বটে,
কাজ কাম নাই তোদের তবে।
তারা হাউমাউ করে উঠে বলে,
কাজ তো আছে বটে
মনীষীর রক্ত পান।
হি হি হি হি হি
তা ছাড়িয়া কোন কাম
আসে নাকো ঘুটে।
তাইতো বলি,
হাউ,মাউ,খাও-
মনীষীর গন্ধ পাও।
লেখক পরিচিতি : ওমর ফারুক
ওমর ফারুক সরদার, কবি