লেখক : দীপতনু চৌধুরী
দিব্য পেশায় একজন শিক্ষক। রোজ বাসেই যাতায়াত করে সে। প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার জন্য সে রাস্তায় বাসের অপেক্ষা করছিল। হঠাৎ দেখল দূর থেকে একটি মেয়ে তার দিকে হেঁটে আসছে। মেয়েটিকে দেখার সাথে সাথেই তার দৃষ্টি ওই মেয়েটির উপর নিবদ্ধ হয়ে যায়। মেয়েটির পরনে ছিল খুব সাধারণ পোশাক। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটি খুব সাধারণ ভাবে থাকতেই পছন্দ করে। মেয়েটির মুখ এতটাই মায়া ভরা ছিল যে সে চাইলেও নিজের চোখ সরাতে পারছিল না মেয়েটির উপর থেকে। সময় যেন থমকে দাঁড়িয়ে ছিল এক মুহূর্তের জন্য। দিব্যর মনে হতে লাগলো এই বুঝি তার স্বপ্নের রাজকন্যা। যার অপেক্ষায় এতগুলো দিন সে একাই কাটিয়ে দিয়েছে। দেখতে দেখতে মেয়েটা তার পাশে এসে দাঁড়ালো। দিব্যর খুব কথা বলতে ইচ্ছা করছিল মেয়েটির সাথে, কিন্তু কথা বলার মত সাহস করে উঠতে পারছিল না সে। তার কিছুক্ষণের মধ্যে বাস চলে আসে। একপ্রকার বাধ্য হয়ে মেয়েটার পাশ কাটিয়ে তাকে বাসে উঠতে হল। বাসে বসেও দিব্য কোনোভাবেই নিজের মনকে স্থির করতে পারছিল না। সে মনে মনে ভাবছিল পৃথিবীতে এত জোড়া চোখ থাকতে এই একজোড়া চোখের প্রতিই কেনো তাঁর এতটা মায়া? তবে কি প্রথম দেখাতেই প্রেম! সত্যি কি সম্ভব? হলেই বা ক্ষতি কি…
অবশেষে বাস ছেড়ে দেয় আর দিব্য মনে চাপা কষ্ট নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারপর অনেকগুলো দিন কেটে গেছে কিন্তু দিব্য আর মেয়েটার দেখা পায়নি। রোজই আশা নিয়ে বাস ষ্ট্যান্ডে এসে দাঁড়ায় আর অবচেতনে নিজের মনে বলে, সেদিন দেখা হয়েছিল…
লেখক পরিচিতি : দীপতনু চৌধুরী
লেখক