লেখক : মো : ফাহিম সরকার
তোমরা দেখনি দেওয়ালে আকাঁ ছবিটি?
তোমরা পড়নি দেওয়ালে লেখা কবিতাটি?
কারা এই স্বপ্নময় কবি
যাদের বুকে আছে ওই নির্মম ছবি।
জানতে চেয়েছ একটি বার?
প্রশ্ন নয় আমি জানাবই এবার।
প্রশ্ন করো মোরে আমি বলব বারেবারে
তারা যে স্বপ্নময় সাথী, গড়বে নতুন জাতি।
অনেক যুগ ধরে স্বপ্ন ছিল মনের ঘরে
সকল বাধা বিনাশ করে,
নেমেছে স্বপ্নের বাস্তব ঘরে।
দেওয়ালের ওই ইটের ভাঁজে,
বীরেরা ছবি আঁকে আপন সাজে।
মনের মাঝে থাকা ছবি,
লিখেছে দেওয়ালে অনেক কবি।
নিয়েছে তারা নতুন পদক্ষেপ,
করবে পূরণ মানুষের আক্ষেপ।
যদি কিছু বলতে চাও,
দেওয়ালে লিখে দাও।
দেখবে মানুষ, পড়বে তারা
যারা আজ বাঁধন হারা।
করেছে যারা অশান্তি, তারাই পেয়েছে
নির্মমতার চরম শাস্তি।
দেখব তাদের শিখব মোরা
যদি না হতে চাই বাঁধন হারা।
দেওয়ালে আকাঁ অনেক ছবি
মানুষের মনের প্রতিচ্ছবি।
লেখক পরিচিতি : মো : ফাহিম সরকার
মো:ফাহিম সরকার