অধিকার

লেখক : কাশফিয়া নাহিয়ান

তোমার অস্তিত্বের এক একটি সত্ত্বায় আমার অধিকার
তোমার মৃত্যুতেও আমার অধিকার।
তুমি বেঁচে আছো তোমার নিজস্ব শরীরে
শুধু এতটুকুই তোমার অধিকার
যখন ভুলতে বসেছিলাম নিজেকে
সেই চোরাবালি থেকে টেনে তুলেছো আমাকে
আমার হৃদয়ের নক্ষত্র তুমি
তোমার অন্তরের অন্তঃস্থলে বসবাস করি আমি
তুমি ছাড়া এই জীবনের নেই কোনো অর্থ
প্রেমে থাকে না কোনো শর্ত
প্রতিটি নিঃশ্বাস চলছে ধ্বংসের দিকে
প্রতিটি হৃদস্পন্দন চলছে সমাপ্তির দিকে
আমি সর্বদা তোমারই
আমি যাচ্ছি তোমার থেকে আলাদা হতে
খুলে দাও মনের রুদ্ধ দ্বার
ফিরিয়ে দাও আমার অধিকার।


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।