ভাবছি

লেখক : ড. মিতালি চক্রবর্তী

ভীষণ ইচ্ছে করে তোমাকে অবাক করে দিতে।
ভাবছো, এ কেমন কথা!
সামাজিক সুখে নাই যদি ফিরি
প্রাপ্তির কনক অভ্যেস তবু ডাকবেই
নারকেল ফুলের ঝড়ে পরায়।
পদ্মবনে আসা ভোমরার
না শোনা গানের মতোই –
মাছেরা খুঁটে খাবে শ্যাওলা,
জীবনের আঘ্রাণ নিতেই।
মেঘ জমা দুপুরে
আকাশেরও তাই মন ভালো নেই।


লেখক পরিচিতি : ড. মিতালি চক্রবর্তী
শিক্ষিকা, গবেষিকা, কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন