আগুনের রং লাল

লেখক : সমুদ্র নীল

আবার একবার লাল শাড়িতে দেখতে চাই তোমায়,
নাহ্! এই শাড়িটা নয়, সেইটা।
মনে পড়ে সেই অষ্টাদশীর লাল কালো শিফন?
আমার কিন্তু দিব্যি মনে আছে।
লাল জমির ওপর কালো পাড়,
নিমেষে পুড়িয়ে করেছিল ছারখার।
ঠিক যেন, গোধূলী নিংড়ে আনা রক্তাভ বর্ণ,
তাকে বেড় দিয়ে রেখেছিল কালো রঙের নিয়ন্ত্রণ রেখা।
পেরোলেই সর্বনাশী আগুনে পুড়ে ছাই!
তাতেও আটকালাম কই ? চলল ক্রমাগত পিছু ধাওয়া।
আসলে, পতঙ্গ একবার আগুন খুঁজে পেলে, ওখানেই লেখা হয়ে যায় তার ভাগ্যলিপি।
কিংবা বলা ভাল মৃত্যু পরোয়ানা।
আমিও পুড়েছি, মরেছি ভিতরে ভিতরে বারবার।
তোমার সংস্পর্শ জন্ম দিয়েছে আমায় নবরূপে,
ঠিক যেমন গল্পকথার ফিনিক্স! তেমনই।
বারবার পুড়িয়ে দিয়েছ, ফিনিক্সের পুনর্জন্ম ঘটেছে।
কেবল বদলেছে আগুনের রঙ, স্থান, সময়কাল।
তাই, আবারও একবার সেই লাল কালো শাড়িতে দেখতে চাই তোমায়,
নাহ্! এই শাড়িটা নয়, সেইটা।
ফিনিক্সেরও তো কখনো প্রেয়সীর বুকের আগুনে পুড়তে মন চায়।


লেখক পরিচিতি : সমুদ্র নীল
মনে মনে চির বাউন্ডুলে, উড়নচণ্ডী । শব্দে শব্দে জীবন কাটিয়ে দেওয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।