লেখক : মোঃ ফাহিম সরকার
তোমারা দেখনি পানির গায়ে থাকা ছবিটি?
তোমারা পড়নি প্রথম আলোর গায়ে লেখা
নির্মম কবিতাটি?
কে বা কোথায় এই নির্মমতার শিকার।
জানতে চেয়েছ কি একটিবার?
প্রশ্ন নয় আমি জানাতেই আসি বারবার।
প্রশ্ন করো মোরে আমি বলব বারেবারে,
সে যে মুগ্ধ, সে যে মানবতার শিহরে।
দেশ গঠনের মহারণে, অংশ নিয়েছে মুগ্ধ ধীর পণে।
জীবনকে করে বির্সজন, এসেছে মুগ্ধ করতে রাজপথ
রন্জন।
চারিদিকে ধোঁয়া ও গুলির শব্দ, কিছুই মুগ্ধকে
করতে পারিনি স্তব্ধ।
মুগ্ধর এই মানবতার পদ চরণে, হার মেনে যায় সকল
নির্মমতা গোপনে।
কারো আছে পানির তৃষ্ণা, কেউ বা ক্ষমতার তৃষ্ণায় বিভোর।
মুগ্ধ সকল তৃষ্ণা দূর করে দিয়েছে বহুদূর।
বাদ দেয়নি অনাচার, দেখাতে মানুষের প্রতি কোনো
ব্যভিচার।
ব্যভিচারের হিংস্র জাল, মুগ্ধকে করেছে কাল।
করতে পারেনি মানবতার বেহাল।
সে যেন বীর, সে মানবতার উচ্চ শীর।
যুগে যুগে বহু কবির মর্মকথা শুনেছে বক্তশ্রেণি।
কিন্তু,
মুগ্ধর সেুই অমর কবিতাখানি, হাজারো মানুষের
হৃদয় কাতর ধ্বনি
“পানি লাগবে পানি”
লেখক পরিচিতি : মোঃ ফাহিম সরকার
কবি