লেখক : সুঞ্জনা
আমার আর কিচ্ছু নেই হারিয়ে যাওয়ার অভ্যেসটুকু ছাড়া,
ফিরে আসার ডাক এলেই হারিয়ে যেতে ইচ্ছে হয়, যাতে ফিরতে না হয়।
আমার আর কিচ্ছু নেই আপনজনের বুকের ওমটুকু জাপটে ধরে রাখার অভ্যেসটুকু ছাড়া।
যখন হাত ছেড়ে চলে যেতে হয় তখন
দৌড়ে গিয়ে জাপটে ধরি।
আরেকবার, যতটা সম্ভব ওমটাকে গায়ে মেখে নিতে।
আমার আর কিচ্ছু নেই বাড়ি আঁকড়ে থেকে যাওয়ার অভ্যেসটুকু ছাড়া।
যেদিন বুঝতে পারি ছাড়তে হবেই, সেদিন বাড়ির আনাচ-কানাচ, বারান্দা, ঘর, গাছের টব, বইয়ের তাক, থালায় লেগে থাকা অল্প ভাতও আমাকে টানে।
আসলে আমার আর কিচ্ছু নেই, সকলের সাথে জড়িয়ে জাপটিয়ে থেকে যাওয়ার অভ্যেসটুকু ছাড়া।
এটুকু থাক, থাক না।
লেখক পরিচিতি : সুঞ্জনা
কবি উত্তর কোলকাতার মেয়ে, কবিতা পাঠ করতে ভালোবাসেন। মাঝে মাঝে এলোমেলো লেখা মূলতঃ ফেসবুকেই পোস্ট করেন।