লেখক : দেবী রায়
বছর ঘুরে বছর এল,
মা যে আমার কোথায় গেল?
চোখের জল শুকিয়ে গেল।
বোবা চাহনি রয়েই গেল।
মা কি কখনো ছেড়ে যায়?
অপেক্ষায় সন্তান রয়।
আবার কবে আসবে তুমি মা?
বাবা কে নিয়ে থাকবে তুমি,
জেগে উঠবে বাড়ি আবার,
শিউলি, চাঁপা, সেগুন, পলাশ
নাচবে, দুলবে ডালে ডালে।
কুহু কুহু কোকিল ডাকবে,
দাবাখানায় ভিড় জমাবে,
তোমার হাতের জাদুমন্ত্রে
রান্নাঘর জমে যাবে।
হৈ হৈ করব আমরা
একবার শুধু তোমাদের পেলে।
স্বপ্ন শুধু স্বপ্নই থাকে,
বাস্তবে ঘোলা জল।
স্মৃতির পাতায় দাগ কেটে যাই —-
মিলনের অপেক্ষায়।
আকাশের ঐ তারার মাঝে
মা তুমি ভালো থেকো।
লিখব তোমায় চিঠি আমি
ঐ আকাশের ঠিকানায়।
জন্ম জন্ম মা হয়ে এসো,
কোলে তোমার মাথা দেব।
ভালোবাসায় ভরিয়ে দেব।
অঞ্জলি ভরা প্রণাম নিও।
নামটি আমার মনে রেখ।
আমি যে গান গেয়েছিলাম,
তোমার রঙে আমার সুর
বাতাসে আজ মিলিয়ে দিলাম।
ধন্যধান্যে পুষ্পেভরা
আমার হৃদয় ভরিয়ে দিলাম।।
লেখক পরিচিতি : দেবী রায়
দেবী রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স নিয়ে গ্রাজুয়েট। ছোটো গল্প এবং কবিতা লিখি। প্রথম গল্পের বইটি "মরমিয়া" ২০২১ সালে, দে'জ পাবলিকেশন্স এর মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় কবিতার বই "মন বাউল" দে'জ পাবলিকেশন্স এর মাধ্যমে ২০২৫ সালে বই মেলায় প্রকাশিত হয়েছে। ২০২৫ বই মেলায় গপ্পোবাগিশ প্রকাশনী থেকে আমার লিখিত ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে প্রথম স্পর্শ নামক ম্যাগাজিনে আমার কবিতা বেরোয়। শখ: ভ্রমণ, ছোটো গল্প, বড়ো গল্প, আর কবিতা লেখা।