লেখক : বিপ্লব নসিপুরী
দাম বেড়েছে গাড়ি বাড়ি সোনা হয়েছে অমূল্য
মাটি ছোটে সোনার আগে মাটির মানুষ দুর্মূল্য।
বিবর্তনের ধারা দেখি হচ্ছে পশ্চাদগামী
শিরদাঁড়া বিক্রি করে হলো অমেরুদণ্ডী।
মূল্যবোধের পাখিগুলো ছেড়েছে পুণ্যভূমি
স্বার্থপরের সর্পগুলো ছড়াচ্ছে বিষথলি।
রক্তচোষা পতঙ্গদল বেড়েছে খুব বাড়
তপ্ত কাঁচে তপ্ত দেহে হয় না ছাড়খার।
তোমার বাণী শুধু মুখে বুক কয়লাখনি
তোমার শিক্ষা ভুলে গিয়ে হয়েছে বিপথগামী।
সু শুধু বইয়ের পাতায় কু তে সমাজ ভরে
দিনও দেখি রাতের মতো ডুবেছে অন্ধকারে।
আজ দেখি তোমার মতো মানুষের দরকার
বিবেক যাদের শুভ্র সদা দুঃখে কাঁপে স্বর।
দেশকে যারা বিক্রি করার নিয়েছে দারুণ পণ
বিবেক বাণী আনুক জোয়ার স্বদেশ প্রেমের বান।
হিংসা যাদের শোভে বুকে রক্তে ভাসে হাত
তোমার জাদু লেখার আলো ঘোঁচাক কালো রাত।
পশ্চিম আজ নিয়েছে দখল প্রাচ্যে লেগেছে উই
মানব সেবাব্রতের তরে আমরা সবাই এক হই।
লেখক পরিচিতি : বিপ্লব নসিপুরী
গ্রাম পোস্ট শীতলগ্রাম,জেলা বীরভূম,পিন ৭৩১২৩৭,পেশা শিক্ষক শখ বই পড়া ও ক্রিকেট