লেখক : কাশফিয়া নাহিয়ান
কতবার ঘটে ইচ্ছার অপমৃত্যু
অহরহ করতে হয় স্বপ্নের শেষকৃত্য।
শ্লথ হয়ে আসে চলার গতি
আস্তে আস্তে কমে আসে চোখের জ্যোতি
জীবন যাত্রায় নেমে আসে ছন্দপতন
এই বন্দীশালায়ও আমি চলি আমার মতন
লাগল না জীবনের পালে প্রেমের হাওয়া
হল না কাউকে কাছে পাওয়া
হল না কাউকে পাগলের মত চাওয়া
হল না এই কারাগার ভেঙে কারো কাছে ছুটে চলে যাওয়া
কিছু ইচ্ছাকে দাফন করতে হয় হৃদয়ের গহীন অন্তরালে
আটকে পড়তে হয় বাস্তবতার কঠিন মায়াজালে
এই মায়াজাল বিস্তৃত হতে থাকে ডালপালা ছড়িয়ে
যা আষ্টেপৃষ্ঠে সারাজীবন রাখে জড়িয়ে
এই ভার দেয় না আমায় বাঁচতে
বুকের চাপা আর্তনাদ দেয় না আমায় কাঁদতে
নিজের উপর নির্যাতন করি অগণিত বার
আমার শক্তি খুলতে পারে না সেই বদ্ধ দ্বার
এই অপমৃত্যু আমার আশা আকাঙ্ক্ষার
এই অপমৃত্যু আমার ভালোবাসার।
লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।