লেখক : তানভীর হোসেন
থলে ভরিতে বাজারে যাই,
সেথায় দেখিলাম কত সাজাই।
রঙিন জিনিস, বাহারি বেশ,
চোখে লাগে, মনের স্বদেশ।
কিনিব কি কিছু, শান্তি মোর?
তবু চলি আমি, সুখ নয় ঘোর।
শখের জিনিস, রাশি রাশি,
তবু পকেটে কড়ি বড়ই কষি।
সবই দিলাম, তবু মন শূন্য,
আনন্দ কোথায়? হল যে গুণ্য।
হিসাব মেলেনি, বাকি রয়,
তাই ফিরে যাই, আপন দ্বারময়।
লেখক পরিচিতি : তানভীর হোসেন
তানভীর হোসেন। একজন মেডিকেল স্টুডেন্ট। বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত