লেখক : অনন্যা সাহা
ব্যাভিচার
চতুর্দিক ঘন কালো আচ্ছাদনে আবৃত
মাতা, পিতা, বোন, ভাই, সন্তান, বধূর
আর্তনাদে আমার পৃথিবীটা আজ ছিন্নভিন্ন।
বহু, বহু তপ্ততাকে অতিক্রম করে
কন্টকময় জীবনের বুভুক্ষা পার করে
জুড়িয়েছিলাম জীবনের তৃষা।
ফুটেছিল হাসি অনেকজোড়া মর্মাহত চোখে।
ভাতেরই ছিল না দেখা, কোথা পাব অর্থ
ভরাতে দুর্বিনীতের ঝোলা?
তবু, তবু তীব্র যন্ত্রণাময় নিধান
হ’ল আজ বিধির বিধান!
হাহাকার যেন বুকে বিঁধে শেল…
শকুনির পাশার চাল যুগাবধি অবিচল।
সেই চিরন্তন তেলা মাথায় তেল।
অভয়া-অজরা-তোমার-আমার নয় সুবিচার
অপেক্ষারত বাকরুদ্ধ সময়
একদিন হবেই সোচ্চার।।
লেখক পরিচিতি : অনন্যা সাহা
অনন্যা সাহা। প্রধান শিক্ষিকা। আমার কবিতার বই "আত্মজা"।