লেখক : আলো রাণী ভট্টাচার্য্য ঘোষ
অনেক সম্ভাবনা নিয়ে নতুন বছর আসে
নতুন করে বাঁচার আশা, নতুন কোন ভালবাসা,
নতুন কোন স্বপ্ন আসে মনে।
বিগতকে বিদায় জানাই শোকতাপকে ভুলে,
লাভ ক্ষতি বা মান অপমান দূরে রাখি ঠেলে।
কালচক্র এগিয়ে চলে, সময় রয় না থেমে,
সময় নামক নদীর বুকে আমরা চলি ভেসে,
ঋতুচক্রের আবর্তনে বছর ঘুরে আসে।
প্রতিদিনের রোজনামচা সরিয়ে একটা কোণে
নতুন বছর বরণ করি সাদর সসম্মানে।।
লেখক পরিচিতি : আলো রাণী ভট্টাচার্য্য ঘোষ
কবি রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা কবি। বই পড়া, পড়ানো ওঁর নেশা। এতেই তিনি আনন্দ পান৷ মাঝে মাঝে নিজের মতো করে কিছু কিছু লেখেন।