লেখক : অরিত্র চট্টোপাধ্যায়
অকুতোভয় অযোগ্য কিছু মশা
ভন ভন, ভন ভন করছে কানের কাছে –
অবাধ্য বড়, তাড়ালেও যায় না সহজে
ফিরে আসে, ভিড় করে।
হাত দিয়ে, পা দিয়ে, গলা টিপে মেরেছি কিছু।
কিছু ঋজু, অনড় আপদ উড়ছে এখনও…
চৈতি চাঁদের হাসিতে ভেসে যাচ্ছে চরাচর
পাহাড় হাসছে জঙ্গল হাসছে হা হা করে
আর্তনাদ!
দুর্বিনীত মশার লাশের গন্ধ
মিশে যাচ্ছে উৎসবের সুবাসে…
আমার চাঁদের গায়ে রক্ত লেগে আছে!
লেখক পরিচিতি : অরিত্র চট্টোপাধ্যায়
জন্ম মালদায় হলেও জন্ম বা কর্মসূত্রে সেরকম মাল-দার হওয়া গেল না যখন, তখন মাল বা ঐশ্বর্যের সন্ধানে সময় কাটে বই পড়ে, গান শুনে, একটু-আধটু আবৃত্তি-চর্চায়। তারই ফাঁকে ফাঁকে খাতায় চলে হিজিবিজি কাটা, সে অবিশ্যি শেষ অব্দি লেখা হয়ে ওঠে কি না সে বিচারের দায় লেখকের নয়।