ঈশ্বরীদের জন্মচিহ্ন

লেখক : শুভ্রকিশোর বিশ্বাস

এই বুঝি তার মনের মত দিন
দুয়ার এঁটে শব্দে পক্ষী আনে…
সাদা কালোয় আঁকে গুলিস্তান
ছায়ার ঘোমটা মুখের উপর টানে।

এই বুঝি মুখ বারুদ গন্ধ পায়
স্বাধীন ছিলো ঈশ্বরীদের পা।
কোথায় এখন জন্ম-কথা হবে?
ধর্ম বুঝি শেখাবে সংজ্ঞা।


লেখক পরিচিতি : শুভ্রকিশোর বিশ্বাস
জন্ম - ১৯৭৯ সালে ২রা জানুয়ারি
শিক্ষা - বাংলায় মাস্টার্স (রবীন্দ্রভারতী)
পেশা - শিক্ষকতা
ইচ্ছে - কবিতা গল্প লেখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।