লেখক : শৌনক ঠাকুর
দেবতার উপর দাঁড়িয়ে দেবী
শাশ্বত কালো দু’টি পা বুকে
দৃষ্টি বহুদূর নিক্ষিপ্ত
জিহ্বার অবস্থান কিন্তু বর্তমানে।
সর্বশক্তিমানরা যাদের অধিকাংশই ছিল পুরুষ
আচার বিচার নিষেধ বোনে যারা প্রতিনিয়ত
করজোরে প্রার্থনা করেছিল সেই তারাই একদিন
যে ভাবে ভয়ার্ত শিশু আঁকড়ে ধরে মাকে;
সর্বশক্তির আধার তিনি
পুরুষের জন্মদাত্রী।
লেখক পরিচিতি : শৌনক ঠাকুর
শৌনক ঠাকুর একজন সাহিত্যিক। এবং সহশিক্ষক (নিশিন্দ্রা হাইস্কুল, ফারাক্কা মুর্শিদাবাদ) জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৮৫ শ্রীরামপুর হুগলী। তিনি নিয়মিত লেখালেখি করেন। সাপ্তাহিক বর্তমান পত্রিকা যুগশঙ্খ কাগজ, কবিতা পাক্ষিক, টার্মিনাস সহ বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় গল্প প্রবন্ধ কবিতা রম্যরচনা প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন ওয়েব জিন গল্পকুঠির গল্প স্বল্প সহ বিভিন্ন জনপ্রিয় পেজে লেখা প্রকাশিত হয়। গ্রন্থ সমূহ: ১. প্রানবন্ত ২. কবিতাতলে ৩. সংস্কৃত সাহিত্যের সহজপাঠ ৪.অনুশীলনের সহজপাঠ ৫. পাতায় পাতায় গল্প ৬. মন মাঝির বৈঠা