লেখক : কুশল ভট্টাচার্য্য
জানো অনুপমা,
গতকাল তুমি এসেছিলে আমার নির্জন রাতে,
পরনে ধূলি-মলিনতার ছাপ স্পষ্ট,
ঘরের চৌকাঠে দাঁড়িয়ে তোমার শীর্ণ রূপ,
অশ্রু নয়নে সেদিনের মত ভিড় করেছিল – অবাক কিছু জিজ্ঞাসা।
হয়তো অজ্ঞাত, অপ্রিয় কিছু প্রশ্নের।
মনে পড়ে অনু,
প্রথম যেদিন তোমার সুডৌল হাতের ফাঁকে
ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ক্ষতবিক্ষত আমার আঙুলগুলিকে,
তোমার চিবুকে ছুঁয়ে দিয়েছিলাম, নিকোটিনে পোড়া কালো ঠোঁট দুটো।
তোমার উষ্ণ আলিঙ্গনে এখনও দগ্ধ, নিঃশেষিত হৃদয়খানি।
নিলামে তুলেছি আজ অতীতের আবেগঘন মুহূর্তদের,
দমকা ঝড়ে এলোমেলো সবকিছু,
টেবিলে উত্তেজিত বাতিটা
তখন উন্মত্তের মত ক্লান্ত বিছানায় আশ্রয় খুঁজে লুটিয়ে পড়েছে।
স্বপ্নের ঘোর কাটেনি তখনও।
মৃত্যু নেড়েছিল কড়া নিদারুণ ক্রোধাবশে,
আকাশ থেকে আসেনি কোনও খসে পড়া তারার শোকাবার্তা ।
সেদিন মরণ দানীর বেশে করছিল ক্ষমা… আমাকে।
লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
'লেখার জন্য বাঁচা'। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। টুকটাক লেখালেখি করেই চলে।